AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১০:৩২ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
চট্টগ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর এলাকায় পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

প্রয়াত এমপির ভাতিজা আবেশ বলেন, বিকেলে একটি ট্রাকে করে কয়েকজন দুর্বৃত্ত এসে কবরে হামলা করে। এ সময় তারা কবরটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আমরা ছুটে এলে তারা পালিয়ে যায়। তিনবারের নির্বাচিত সংসদ সদস্যের কবরে এমন হামলা এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমরা পারিবারিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টির তদন্ত চলছে।

মইন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!