পাবনার ভাঙ্গুড়ায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিকদের সাথে পাবনার নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গুড়া থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই উপস্থিত সবার সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের পরিচয় শেষে স্থানীয় বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।
এসময় পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে সর্বদা। সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। ভাঙ্গুড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগীতা প্রয়োজন বলেও মন্তব্য করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক মাহবুব উল আলম বাবলু, সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর মুজাহিদ স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী আলী আজগর, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :