ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্হপতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুনিয়াউক গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লতিফ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ৪ আগস্টের একটি ঘটনায় হওয়া মামলার আসামি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :