কালীগঞ্জে তড়িতাহত হয়ে হারুন খান (৪০) নামে অটোচালকের মৃত্যু হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিত্য দিনের মত সে গত শুক্রবার রাতে অটোরিকসা চার্জে দিয়ে ঘুমাতে যায়। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে কারেন্টের চার্জ হতে অটোরিকসা খুলতে গেলে তড়িতাহত হয়।
তার চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন গুরতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে গাজীপুর তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিক্ষা শেষে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হারুন খান তিন সন্তানের জনক ও উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, খবর পেয়ে গাজীপুর তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :