AB Bank
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ৯শ নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান


দৌলতদিয়া সুবিধাবঞ্চিত ৯শ নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) সুবিধাবঞ্চিত ৯‍‍`শ জন নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

রবিবার ২২ সেপ্টেম্বর) বিকেলে যৌনকর্মী ও তাদের শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের আলো প্রোগ্রাম হতে এ সহায়তা প্রদান করে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা নারীর আর্থিক ক্ষমতায়ন তহবিল হতে এ সহযোগিতা প্রদান করে।  

এতে প্রত্যেক নারীকে এককালীন এক হাজার দুইশ টাকা করে মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। 

এ উপলক্ষে এমএমএস এর কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন।

এমএমএস এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, এমএমএস এর প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাবাসসুম আঁখি প্রমূখ। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!