AB Bank
ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় সাবেক প্রধান শিক্ষক তরুণী কান্ত অধিকারী আর নেই


Ekushey Sangbad
কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি
০১:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
কোটালীপাড়ায় সাবেক প্রধান শিক্ষক তরুণী কান্ত অধিকারী আর নেই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরুণী কান্ত অধিকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (২৩শে সেপ্টেম্বর ) ভোর ৩টা ৫০ মিনিটে

বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন , মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সকাল দশটায় শিক্ষকের দীর্ঘ দিনের কর্মস্থল বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে,এলাকার সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জানানোর পর প্রার্থনা শেষে মৃত দেহ তাঁর নিজ গ্রাম মাছ পাড়ায় নেয়া হয়। দুপুর ৩ টায় পারিবারিক শ্মশানে অন্তষ্টি ক্রিয়া  সম্পন্ন হয়।

উল্লেখ্য, শিক্ষক তরুণী কান্ত অধিকারী  ১৯৬৭ সালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজল গ্রামে অবস্থিত বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ৩ বছর সহকারী শিক্ষক পদে  ও ৩০ বছর প্রধান শিক্ষক পদে বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসর নেন।

বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, সহকারী শিক্ষকসহ প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৩৩ বছর শিক্ষকতা পেশায় অত্যান্ত নিষ্ঠার সাথে দক্ষিণবঙ্গের কিংবদন্তি শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। আমরা বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিবার এই শ্রদ্ধা ভাজন মহান শিক্ষা গুরু জ্ঞান তাপসের প্রতি চির কৃতজ্ঞ এবং চিরঋণী ।

তরুণী কান্ত অধিকারী কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া গ্রামে ১৯৩৪ সালে  এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!