AB Bank
ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গল আওয়ামীলীগ নেতা ভানু লাল রায় কারাগারে


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৫:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
শ্রীমঙ্গল আওয়ামীলীগ নেতা  ভানু লাল রায় কারাগারে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে কারাগারে প্রেরণ করেছে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত৷

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন৷

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হামলা, ভাংচুর ও নির্যাতনের মামলায় মৌলভীবাজার আদালতে সোমবার সকালে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন। 

এর আগে গত ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির  তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার থানায়  প্রায় দেড় শতাধিক আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

ওই মামলায় ভানু লাল রায় গত ২৫ আগস্ট উচ্চ আদালত থেকে ২৮ দিনের জন্য অস্থায়ী জামিন পান৷ জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন৷

ভানু লাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!