AB Bank
ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে চড়া মূল্যে বিক্রি হলো নিষিদ্ধ এক মণে’র বাঘাইড় মাছ


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৬:০১ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
সিরাজগঞ্জে চড়া মূল্যে বিক্রি হলো নিষিদ্ধ এক মণে’র বাঘাইড় মাছ

সিরাজগঞ্জ যমুনা নদীর জ‌লে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল প্রায় এক মণ ওজ‌নের বাঘাইড় মাছ। যদিও এই মাছকে মহাবিপন্ন হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বাজা‌রে মাছ কিনতে আসা মনজুরুল আলম বনি না‌মের এক ক্রেতা ব‌লেন, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন ‘বাঘাইড় মাছ’। ফলে দেশের জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মাছকে অনেক ‘বাঘ মাছ’ও বলে থাকেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

এই মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও অপরাধ। জানা গেছে বাঘাইড়টি ভাগা ক‌রে কে‌টে ৩৮ হাজার টাকায় বিক্রয় করেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর ঘাটে বাগাড় মাছটি ধরা পড়ে।

ক্রেতাদের সূত্রে জানা যায়, কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাঘাইড় মাছটি বাজারে তোলেন। দুপুরের দিকে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১০০০ টাকা মূল্যে বিক্রি করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসব মাছ কিনেন।

ব্যবসায়ী ও সমাজসেবক টুক্কু মুক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মতলুবুর রহমান ব‌লেন, বাঘাইড় মাছ বিক্রয় এর বিষয়ে আমরা জানিনা, কোথাও বিক্রি হলে অবশ্যই আগে আমাদের কে জানাবেন। বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর বিভিন্ন মাছবাজারে এ বিপন্ন মাছটি ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আমরা এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!