AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টুঙ্গিপাড়ায় ২ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা


Ekushey Sangbad
শান্ত শেখ, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৯:৪২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
টুঙ্গিপাড়ায় ২ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের দুই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ওই বাজারের বিপ্লব বেকারির মালিক তরিকুল ইসলামকে ১৫ হাজার ও ভাই ভাই বেকারির মালিক নাসির শরীফকে ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, দুইটি বেকারিতে তৈরি করা খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসময় উভয়পক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপন্য উৎপাদনের দিকনির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা ।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!