AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০২:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
রাণীশংকৈলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি ও বেসরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দের মধ্যে সকল বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষক কর্মচারী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, রাণীশংকৈল আবাদ তাকিয়া মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন , রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সুপার হারুন আল রশিদ, রমজান আলীসহ শিক্ষকবৃন্দরা।

বক্তরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষক কর্মচারী বৃন্দের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ চাকুরী জাতীয়করণের জোর দাবি জানান। 

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের কাছে কাছে একটি স্মারণলিপি প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!