শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য দুরিকরনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান জাতিয় করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করেছে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকগণ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন গড়কান্দা আলিম মাদরাসা
অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহমুদ মোস্তফা। বক্তব্য রাখেন তারাগঞ্জ ফজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সামছ উদ্দিন, মাওলানা আফসার উদ্দিন, বৈষম্য বিরোধি সম্মিলিত শিক্ষক ফোরাম এর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, নেছার উদ্দিন, আজিজুর রহমান, আবু নুমান প্রমুখ।
মানববন্ধন শেষে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতিয়করন, জাতিয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :