গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছে নগর সুন্দরদী গ্রামবাসী। মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর থানার সামনে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। এসময় হত্যাকারী নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায় তারা।
এর আগে মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মাববন্ধন করেছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :