AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে সদরপুরে শিক্ষকদের মানববন্ধন


সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে সদরপুরে শিক্ষকদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবীতে ফরিদপুরের সদরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে বৈরী আবহওয়া উপপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি জানিয়ে অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

হাওলাদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন. ইউ প্রিন্স এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, শিক্ষক ফজলুল হক, তোফাজ্জেল হোসেন, ফায়জুর হক, মিজানুর রহমানসহ অন্যান্যরা। 


এ সময় মানববন্ধনে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার ভিত্তি প্রস্তর তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা শিক্ষকরা যারা প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি অথচ আজ আমরাই বৈষম্যের শিকার। বর্তমানে আমরা ১৩ তম গ্রেডে শিক্ষকতা করছি। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু আমরা এই প্রস্তবকে প্রত্যাখ্যান করি এবং ১০ তম গ্রেডে উন্নীত করার দাবি জানাই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!