বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মোঃ আসিফ হত্যা মামলার অন্যতম আসামি বেগমগঞ্জ উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান সাজুকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে। গত ৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকায় মো. আসিফ (২৪)’কে গুলি করে হত্যা করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় আসামিদের গ্রেফতার অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-২ ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল আজ রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজু (৫২)’কে গ্রেফতার করে।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :