ব্যথা সচেতনতা মাস উপলক্ষ্যে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭সেটেম্বর) সকাল থেকে ঘোড়াশালে অনামিকা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন রাজধানীর পিজি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রজত শুভ্র দাস।
সকাল ১০ টা বিকাল ৩টা পর্যন্ত প্রায় শতাধিক মেরুদন্ডের ব্যথা, হাটু ব্যথা, ঘাড় ব্যথা, নার্ভের ব্যথা, মাথা ব্যথায় আক্রান্ত রোগীদের তিনি সেবা প্রদান করেন। ঘোড়াশালে অনামিকা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে রোগীরা জড়ো হয়।
এ সময় সেবা নিতে আসা ফিরোজ মিয়া, রাসেল আহমেদ ও রহিমা বেগম নামে রোগীরা জানান, অন্যান্য সময়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিতে ৮০০ টাকা ভিজিট দিতে হয়েছে। এর বিপরীতে আজ ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহণ করে আমরা অনেক খুশি হয়েছি।
ডা: রজত শুভ্র দাস এ সময় বলেন, পলাশ উপজেলায় অনেক সময় অনেকে টাকার জন্য চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না তাদের জন্য ব্যথা সচেতনতা মাস উপলক্ষ্যে আজ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :