পোশাক শিল্পে চলমান অস্হিরতা, পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি, ধ্বংসাত্মক কার্যক্রম ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুর বাস স্ট্যান্ডে সমাবেশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন(বা.জে.ফে-৮) নারায়ণগঞ্জ জেলা শাখা।
২৭শে সেপ্টেম্বর(শুক্রবার), বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব আঃ মান্নান এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব কবির আহমদ।বিশেষ অতিথি ছিলেন, জনাব মোঃ নুরুল আমিন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মোঃ জাকির হোসাইন জেলা উপদেষ্টা, জনাব হাফেজ আবদুল মমিন সভাপতি নারায়ণগঞ্জ মহানগরী,শ্রমিক কল্যান ফেডারেশন এবং জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নেতৃবৃন্দ।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গার্মেন্ট শিল্প বাংলাদেশের একটি অন্যতম সম্পাদক। এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা সবসময় চেষ্টা করি গার্মেন্টস মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। আমাদের একটু অসাবধানতায় ঘটে যেতে পারে মহা বিপর্যয়। তিনি বর্তমান প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন।
তিনি মালিক শ্রমিকের সুসম্পর্ক বজায় রেখে,সবাই কে এই শিল্প টিকিয়ে রাখার জন্য উদার্থ আহ্বান জানান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :