গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর)সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দঁড়িতে (রশিতে ) বাধা পেয়ে পড়ে যায়।
পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের এক নারীসহ অন্তত ১০ জন আহত হন।
মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সাজেদুর রহমান জানিয়েছেন,এই বিষয়ে কোন অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :