ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়নের গ্রেফতার ও বিচারের দাবিতে ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর জেলা শহরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা ও শেরপুরের সর্বস্তরের তৌহিদী জনতা ও মুুসল্লীগণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র, তৌহিদী জনতা ও সর্বস্তরের মুসল্লীগণ ভারতের ভন্ড পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ন কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তেরাবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার থানার মোড় গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমাদ, সদস্য সচিব মাওলানা হযরত আলী আশরাফী, মাওলানা মোহাম্মদ আহসান উল্ল্যাহ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা মুফতী আনাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ যে কটুক্তি করেছে তাই এই দুই ভন্ড শয়তানকে দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে বলে তারা এমনটাই বলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :