AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি উদ্বোধন


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
০৭:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি উদ্বোধন

“আলোকিত মানুষ চাই”- এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার বইপড়া কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্র, কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুসহ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু বলেন, যারা বই পড়েন তারা আগামীতে দেশের উন্নয়নে যথার্থ পদক্ষেপ নেয়ার লক্ষ্য খুঁজে পান। বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনাশক্তি বাড়ে। তাই জ্ঞানসমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!