AB Bank
ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ থেকে নেয়া ৯ লক্ষ টাকা ফেরত দিলো চাঁদাবাজরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৬:১৬ পিএম, ১ অক্টোবর, ২০২৪
নারায়ণগঞ্জ থেকে নেয়া ৯ লক্ষ টাকা ফেরত দিলো চাঁদাবাজরা

ছাত্র-জনতার আন্দোলনে ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের দুটি ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের ভয় ভীতি দেখিয়ে নেয়া ৯ লক্ষ টাকা ফেরত দিয়েছে চাঁদাবাজরা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান ও  বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এ কথা জানান।

চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে তিন লক্ষ টাকা এবং রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর কাছ থেকে ৫ লক্ষ টাকাসহ মোট ৯ লক্ষ টাকা চাঁদা নিয়েছিল রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুর্বৃত্তরা। পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হয়। এরপর ব্যবসায়ীদের ঐক্যের কারণে চাঁদাবাজরা সে টাকা ফেরত দিয়ে গেছে।

তবে চাঁদাবাজদের নাম জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, চাঁদা ফেরত দিয়েছে এটাই যথেষ্ট। এর মাধ্যমে আর কেউ সাহস পাবে না। কারণ চাঁদার টাকা ফেরত দেয়াটা সামান্য কোনো বিষয় না।

বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এক থাকাতে এখানে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আগামীতেও হবে না আশা করছি। গার্মেন্টস সেক্টর এখানে শান্ত রয়েছে। আশুলিয়ার সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!