কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এবং বুধবার সকালে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাছুম।
মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে এনায়ত করিম অমি, সামসুল ইসলাম খান, আজিজুল হক মোতাহার ও গিয়াস উদ্দিন লাকিকে আটক করা হয়। বুধবার (২ অক্টোবর) সকালে এম এ আফজলকে আটক করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গত ৪ আগস্ট জেলা সদরের খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতরা ওই ঘটনায় দায়ের করা মামলার এফআইআরভুক্ত আসামি নন বলে জানিয়েছেন, তাদের পরিবারের লোকজন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :