ফরিদপুরের সদরপুরে প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের জেলে ও স্থানীয়দের নিয়ে জনসচেনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আল মামুনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন, সদরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে ৩নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্নে করতে সকলের মাঝে জনসচেতনতা বাস্তবায়ন করা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :