ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোঃ ফজলে এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিরাজুর রহমান ভূঁইয়া, উপসচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম গিয়াস উদ্দিন বাবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক জিকু কুমার নাথ, তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক কাউছার বেগম, সহকারী শিক্ষক রুবেল হোসেন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম, কাস্টম একাডেমি স্কুলের সহকারী শিক্ষক শাহ আলম, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ফরহাদ হোসেন, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মোহাম্মদ ইসহাক।
উক্ত কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাবাডিতে ৪০ জন এবং দাবায় ৩০ জন সহ মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দাবা খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং রানার্স আপ হয় তৌহিদুল আনোয়ার হাই স্কুল। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ কাস্টমস একাডেমি উচ্চ বিদ্যালয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :