AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
০৪:৩৯ পিএম, ৪ অক্টোবর, ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল- মহাসড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও বৃষ্টির কারণে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় কিছু অংশে থেমে থেমে যান চলাচল করলেও অনেক স্থানে দীর্ঘ সময়ের জন্য আটকা থাকছে যানবাহনগুলোর। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভোরে মহাসড়কে হওয়া একটি দুর্ঘটনা থেকে এই যানজটের উৎপত্তি বলে জানা যায়। পরে আরও একাধিক দুর্ঘটনা ও টানা বৃষ্টি যানজট আরও বাড়িয়ে দেয়। এদিন দুপুর সোয়া ২টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নান্নু খান।

জানা গেছে, মধ্যরাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস ও ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে পরপর আরও দুই থেকে তিনটি দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যায়। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাসের পূর্ব পাশের এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত  প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও যানজট ও কোথাও যানবাহনের ধীরগতি চলছে। মাঝে মধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নান্নু খান বলেন, একাধিক সড়ক দুর্ঘটনা ও বৃষ্টির কারণে ভোর থেকে মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। পরে গাড়ির চাপ বাড়ায় কোথাও যানজট ও কোথাও ধীরগতি দেখা দিয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!