রাজবাড়ীর গোয়ালন্দে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ( সা.)কে নিয়ে ভারতের হিন্দু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানে কর্তৃক অবমাননা কর বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) জুম্মার নামাজের পর স্থানীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে থেকে `গোয়ালন্দ সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে` একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি আনসার ক্লাব থেকে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বড় মসজিদ হয়ে পুনরায় আনসার ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল জামিয়া নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হুদা, গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব হাফেজ আবু সাঈদ, খতিব গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আজম আহাম্মেদ, আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবলু প্রমুখ। পরে মোনাজাত ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা কোনো প্রকার অপমান সহ্য করবে না।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :