AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বহিষ্কার ৪"


খুলনার খালিশপুরে বিএনপির সুধী সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের বরাতে জানা যায়, সুধী সমাবেশে সামনের চেয়ারে বসা ও মঞ্চে উঠা নিয়ে শুরু হওয়া তর্কই শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষে। এতে দুই পক্ষের ১৫ জনেরও বেশি আহত হন। তবে মহানগর বিএনপি দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনার পর মহানগর বিএনপি চারজনকে বহিষ্কার করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন এবং ফকির শহিদুল ইসলাম। এ চারজনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর শুনেছেন, তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। 

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে দলীয় নেতারা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!