নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাক নষ্ট হয়ে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার টান ঘোড়াশাল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন ও ট্রেন যাত্রীরা জানান, আজ বিকেল আড়াইটায় টান ঘোড়াশালের নাজমুল সিএনজির সামনের রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় নষ্ট হয়ে। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। জিনারদী ও নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে যায়। এতে শত শত ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা বিকেল চারটা পনের মিনিটে রেলক্রসিং থেকে নষ্ট ট্রাক সরিয়ে নিলে আপ লাইনে দুই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন জানান, ঘোড়াশাল রেলক্রসিংয়ে মালবাহী একটি ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় দুই ঘন্টা আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রাকটি সরিয়ে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :