পাহাড়ী শিক্ষার্থীদের গনপিটুনীতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা (৪৯)কে হত্যা করার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো ৪-৫শ’ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।
এস আই মিজানুর রহমান বাদী হয়ে খাগড়াছড়ি সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন, টুনশু চাকমা (১৯), সজিব চাকমা (১৯),
প্রনয় চাকমা (১৯), টিনটু চাকমা (১৯), অনিল চাকমা (১৯),আইকন চাকমা (২০),নিউটন মারমা (২০),অম্লান ত্রিপুরা (২০), কোষ চাকমা (২১),ও নিমন্ত ত্রিপুরা (২২),।
এর মাঝে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হলেন, সজিব চাকমা, প্রনয় চাকমা ও কোষ চাকমা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আবদুল বাতেন মৃধা জানান, দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :