বছর ঘুরে বাংলাদেশে হিন্দু পরিবার স্বাধীন ভাবে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসব পালন করবেন। এর মধ্যে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৭৬ টি পুজা মন্ডপে দূর্গাদেবী চলে এসেছে। রংতুলির কাজ শেষ পারানো হয়েছে শাড়ী ও গহনা। সাজানো হয়েছে গেট ও প্যান্ডেল।
সারা দেশেসহ মোরেলগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে প্রস্তুতি চলছে নানা রকমের আয়োজন নিয়ে।পূজা দেখতে আসা অতিথির আপ্যায়নের জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
মোরেলগঞ্জে গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দেবীর বোধন। বুধবার (০৯ অক্টোবর) দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত।
হিন্দু সম্প্রদায়ের মতে দেবী দূর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা, এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন। পঞ্জিকা অনুযায়ী দেবী এবার দোলায় (পালকীতে) আগমন করবে এবং ঘোটকে (ঘোড়া) গমন করবেন বলে জানা যায়।
মোরেলগঞ্জ পূজা উৎযাপন কমিটির সভাপতি সংকর কুমার রায় জানান, এবার উপজেলায় ৭৬ টি পূজা মন্ডপে পূজাঅর্চনা করা হবে। দেশের বর্তমান অবস্থা সংকটাপন্নের কারণে আর্থিক দিক বিবেচনা করে পূজা উৎযাপন করা হবে। সব পূজা মন্ডপের কমিটিকে বলা হয়েছে উচ্চ শব্দে ডিজে গান বাজানা বাজানো যাবে না। ভাবগাম্ভীর্য ধর্মীয় গান গুলো বাজাবেন। আযানের সময় মাইক বন্ধ থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানা পুলিশ, প্রতিটি মন্ডবে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ আনসার সদস্য সার্বক্ষনিক থাকবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবদুল্লাহ আল জাবির জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোরেলগঞ্জে এবার ৭৬ টির প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, এছাড়া ধর্ম মন্ত্রনালয় থেকে মন্দিরের একাউন্ট নাম্বার চেয়েছে।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে এবং পুজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকের সাথে পুজা উদযাপনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেছেন, ডিও বিতরণ করেছেন, বিএনপি জামায়াতে উপজেলা পর্যায়ের নেতাদের সাথেও বৈঠক করেছেন তিনি। তাছাড়া এবার মাঠে থাকছেন সেনাবাহিনী, সার্বিক পরিস্থিতি মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পুজা উদযাপন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :