ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে মৌন মিছিল ও স্মরণসভা করেছে সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজ ছাত্রদল।
সোমবার (০৭ অক্টোবর) দুপুর ২টায় কলেজ ক্যাম্পাসে এসব আয়োজন করে সংগঠনটি। পরে কলেজে শহীদ মিনারে আবরার ফাহাদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল আহাম্মেদ জয়সহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল আহাম্মেদ জয় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।
এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো: সাইফুল ইসলাম এবং কলেজ ছাত্রদলের অনিক, তন্ময়, সৌরভ, আদিব, আল-আমিন, মো:আসিফ, আলভী, রিয়ান, সাগর, আসিফ কাজী, মো:সাব্বির, সজীব, নাহিদ প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :