AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে খুলনা মহানগর জামায়াতের মতবিনিময়"


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় বলেন, "আমরা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাস করি না, বরং আমাদের সকলেই গর্বিত বাংলাদেশী নাগরিক।" তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার রক্ষায় ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত এই সভায় মাহফুজুর রহমান উল্লেখ করেন, "জাতীয় শত্রুদের চিহ্নিত করে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।" তিনি বলেন, "জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা ছিল ন্যায়, ইনসাফ ও জাস্টিস প্রতিষ্ঠা।" তিনি সম্প্রীতিকে বাংলাদেশের একটি বিশেষত্ব হিসেবে তুলে ধরেন, যেখানে ধর্মীয় ভেদাভেদ নেই এবং সকল নাগরিকের অধিকার সংবিধান দ্বারা  আরও বলেন, "যেখানে নারীরা একাকী ভ্রমণ করলেও তাদের দিকে কেউ চোখ তুলবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।" জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তারা ক্ষমতায় গেলে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হবে।

সভায় মাহফুজুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, তারা জাতীয় শত্রু।" তিনি উল্লেখ করেন, জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং তারা সব সময় এ ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার।

সভায় মহানগরী জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফুজুর রহমান সবার প্রতি আহ্বান জানান, "দলমত নির্বিশেষে আমাদের একত্রিত হয়ে জাতীয় শত্রুদের মোকাবেলা করতে হবে।"

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!