সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য পূজা মন্ডপ পরিদর্শন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির, হাজিনগর বারোয়ারী দূর্গা মন্দির, চন্দননগর ও ভাবিচা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।
তিনি আরোও বলেন, দুর্গা পূজাকে শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই উৎসবকে সার্বজনীন হিসেবে নিয়েছি বলেই হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসবটি পালন করে। মন্ডপে মন্ডপে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :