চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন আল-জামিয়া মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে নাচোল রেলস্টেশনের প্লাটফর্মে আল-জামিয়া মাদ্রাসা রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মাঈনুল ইসলামের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি তুলে ধরে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেন, খাইরুল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক মো. শের আলী।
বক্তারা বলেন, মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলাম প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সভাপতি তার ছেলে লিটন ও আরেক মামলাবাজ বাবুল আখতারকে একই কমিটির সদস্য বানিয়েছেন। এছাড়াও আব্দুর রহিমকে উপদেষ্টা বানিয়ে সিন্ডিকেট গড়ে তুলে মাদ্রাসা অর্থ লুটপাট করছেন। প্রায় ৫ বছর ধরে এমন অনিয়ম চালিয়ে আসছেন বাবা-ছেলের সিন্ডিকেট। তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে এলাকাবাসিকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহতের ঘোষণা দেন বক্তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :