চট্টগ্রামের দোহাজারী পৌরসভার দোহাজারী ৭নং ওয়ার্ডের মরহুম আহামদ নবীর বিধবা স্ত্রীর ১২ শতক বা ৬ গন্ডা বসত ভিটের জায়গার জোর পূর্বক দখলের চেষ্টা করেন কবির আহামদ গং। তারা দীর্ঘদিন ধরে ওই জায়গা দখল করার জন্য বিধবা বুলু আকতারকে নানাভাবে হয়রানীসহ প্রায় সময় তার বাড়িতে ইটপাটকেল ছুড়ে মারে। তিনি ইতিপূর্বে এসব জায়গা জোর পূর্বক দখল করতে না পারে মতো কবির আহামদ গং বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে এবং আইন আদালতের শরণাপন্ন হন।
গত ৫ অক্টোবর ক্ষমতার পটপরিবর্তনের পর ভূমিদুস্যু প্রভাবশালীরা উক্ত জায়গা জোর পূর্বক পুনরায় দখল করার জন্য উঠে পড়ে লাগে। তারা তার দখলীয় জায়গার উপর ইট বালি, সিমেন্ট দিয়ে ঘিরে রাখে এবং রাতারাতি উক্ত জায়গার উপর ঘর নির্মাণের চেষ্টা করে।
বিধবা বুলু আকতার বিষয়টি জানতে পেরে তার জায়গা সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করার জন্য স্থানীয় সেনাবাহিনী ও চন্দনাইশ থানা পুলিশের শরণাপন্ন হন। তাতে কোন ফলদয় না হওয়ায় বিধবা বুলু আকতার গতকাল ১০ অক্টোবর সন্ধ্যায় তার মেয়েকে নিয়ে দোহাজারী স্থানীয় একটি রেস্টুরেন্টে উক্ত জায়গা যাতে কবির আহামদ গং দখল করতে না পারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে উল্লেখিত লিখিত বক্তব্য পাঠ করে শুনান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :