নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যে বা যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে চাই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের নূরবাগ আবাসিক এলাকায় চাঁদাবাজ টিটুর কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে বুঝিয়ে দেয়ার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এ কথা বলেন।
১১ই (অক্টোবর)শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর মাদ্রাসার সামনে থেকে মালবাহী ভ্যান আটকিয়ে রাখে চাঁদাবাজ টিটু ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ব্যবসায়ীর লোকজনকে জিম্মি করে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা আদায় করেন। এ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও নূরবাগ মহল্লাবাসীর চাপের মুখে চাঁদাবাজ টিটু টাকা ফেরত দিতে বাধ্য হয়।
অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মাদক সম্রাজ্ঞী বানেছা বেগমের বাড়িতে মাদকের আস্তানা মহল্লাবাসীর সহায়তায় ভেঙে গুঁড়িয়ে দেয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, ‘আমাদের দায়িত্ব জনগণের সেবা করা, বাসস্থান ও জনগণের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করা। চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের দায়িত্ব। যুবসমাজ মরণব্যাধি ইয়াবা সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম নেশা করে মেধাশক্তি হারিয়ে ফেলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :