মৌলভীবাজার জেলার জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) জুড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটিসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
শুক্রবার পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সবসময় তৎপর রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। মৌলভীবাজার জেলায় এক হাজার চারটি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। সবগুলো মন্ডপে উৎসব মুখর পরিবেশে পূজা পালন করছেন সনাতন ধর্মের মানুষেরা।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত জুড়ী উপজেলার ভূয়াই সার্বজনীন পূজা মন্ডপ। এখানে একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির অবস্থান করায় একপাশে মন্দিরে হিন্দু ধর্মের মানুষ করছে পূজা-অর্চনা, অন্য পাশে মসজিদে মুসলমানরা পড়ছেন নামাজ। এভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মীয় উপাসনালয়। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে।
এ সময় সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, থানার এসআই সিরাজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের জুড়ী উপজেলা সভাপতি শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর ইউনিয়ন সভাপতি রতীশ চন্দ্র দাশ, ভূয়াই দুর্গা মণ্ডপের সভাপতি পিযুষ কান্তি দাশ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :