AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে সহকারী শিক্ষককে লাঞ্চিত: প্রধান শিক্ষক বরখাস্ত


Ekushey Sangbad
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
১২:৫৮ পিএম, ১২ অক্টোবর, ২০২৪
পীরগঞ্জে সহকারী শিক্ষককে লাঞ্চিত: প্রধান শিক্ষক বরখাস্ত

সহকারী শিক্ষককে শারীরিক ভাবে আঘাত করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম তাকে বরখাস্ত করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় সুত্রে জানা যায়, সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম ও অফিস সহকারী রশিদুল হক (প্রধান শিক্ষকের স্বামী) দ্বয়ের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিদ্যালয়ের ৭ জন সহকারী শিক্ষক গত ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন।

এ নিয়ে বিদ্যালয়টিতে বিশৃংখলা চলছিল। এ অবস্থায় গত ১ অক্টোবর বিদ্যালয় চলাকালীন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীরকে প্রকাশ্যে শারীরিক ভাবে আঘাত করেন প্রধান শিক্ষক ফরিদা বেগম। এর প্রতিকার চেয়ে ঐ দিনই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সহকারী শিক্ষক। অভিযোগের প্রেক্ষিতে পরদিন ২ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ সরেজমিন তদন্ত করেন।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যালয়ে সুষ্ঠ শিক্ষার পরিবেশ ফেরাতে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর ৫৩(১) অনুচ্ছেদ মতে প্রধান শিক্ষককে সাময়িক বরখান্ত করেন। সেই সাথে সহকারী শিক্ষক সেবেন চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত্ প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।

প্রধান শিক্ষক ফরিদা বেগম বলেন, বিশিষ সুবিধা না দেওয়ায় সহকারীরা এক জোট হয়ে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।  

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, সহকারী শিক্ষকের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!