শারদীয় দূর্গোৎসবের মহা নবমীতে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
আজ শনিবার দুপুর ১টায় প্রথমে জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরে স্থাপিত দূর্গাপুজা পরিদর্শন করেন।
পরে বারঘরিয়া বাইশ পুতুল দূর্গা মন্দির ও সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁকে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি দেবী দূর্গাকে ফুল ছিটিয়ে এবং চন্দন ও ধান-দূর্বা দিয়ে প্রনাম জানিয়ে পূজারীদের সাথে মতবিনিময় করেন। মন্দিরের পূজা পরিদর্শন শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করেন।
এ সময় তার সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দ, চেম্বারের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। তবে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সুখ-শান্তি কামনা জানলেও; তিনি কোন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :