সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন, মন্দির কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন অ্যাডভোকেট মজিবর রহমান।
অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শামসুল হক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ভিপি ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল কাহহার বাবর, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ মো. আবু সায়েম সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামী, সদস্য সচিব ডাবলু সরকার, কলেজ ছাত্রদল নেতা আরাবী ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রানা আহম্মেদ দুলু, সাধারণ সম্পাদক ইরাদ সরকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :