খুলনার কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। এই টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
ময়লাপোতা এলাকার বাজার তদারকির সময় টিমটি বিভিন্ন পণ্যের দাম ও গুণগত মান পরীক্ষা করে। এ সময় তারা চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশ এবং বিভিন্ন ধরনের মাছ ও মুরগির বাজারের অবস্থা পর্যালোচনা করে। টাস্কফোর্সের সদস্যরা মূল্য তালিকা সঠিকভাবে টাঙানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে দোকানদারদের রসিদও যাচাই করেন।
মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোর কারণে কিছু দোকানদারকে সতর্ক করা হয় এবং তাদেরকে সঠিকভাবে তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব এবং সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ।
বিশেষ টাস্কফোর্সের এ ধরনের তদারকি কার্যক্রমের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :