AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৩:২৩ পিএম, ১৩ অক্টোবর, ২০২৪
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর কেন্দুয়া পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৬ পূজামণ্ডপে এ উৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী এ উৎসবকে নির্বিঘ্ন করতে সর্বক্ষণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।

এছাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও।

এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শিক্ষক নেতা ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া।

তিনি তার বক্তব্যে বলেন,যুগযুগ ধরে সম্প্রীতির বন্ধনে কেন্দুয়াতে  পুজা উদযাপনের যে ঐতিহ্য রয়েছে তা যেনো কেউ নষ্ট করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি,আপনরাও নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় কাজ চালিয়ে যান,আমরা পাশে আছি।

শনিবার (১২ অক্টোবর)ও  রবিবার (১৩ অক্টোবর) পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপের সার্বিক খোঁজ-খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন পূজামণ্ডপে ১৪টি অগ্নি নির্বাপক যন্ত্রও প্রদান করেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির ভূইয়া, আব্দুল হাই মানিক, মকবুল হোসেন বকুল, খাইরুল ইসলাম, এনামুল হক, পাভেল ভূইয়া, সবুজ খন্দকারসহ সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাংবাদিক গণ। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!