নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত নারীসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিনজি চালিত অটোরিক্সা। আজ সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সিগঞ্জ সদর থানাধীন জালাল দেওয়ানের ছেলে কবির হোসেন, তার স্ত্রী সাথী আক্তার, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন হাতুড়াপাড়া এলাকার রাজ্জাকের ছেলে আজগর আলী ও কুমিল্লার মুরাদ নগর থানাধীন পাচ পুকুরিয়া এলাকার রশিদের ছেলে আক্তার হোসেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ১২ অক্টোবর দুপুরে উপজেলার আতলাপুর বাজার থেকে ৪ জন ব্যক্তি পাঁচরুখী যাবার কথা বলে চালক নুরুল হকের চালিত অটোরিক্সাটি ভাড়া করেন। কিছু দূর যাবার পর যাত্রীবেশে উঠা ব্যক্তিরা চালককে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে অজ্ঞান করে তাকে গোলাকান্দাইল ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।
আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অটো চালক নুরুল হকের ছেলে বকুল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে আজ ( সোমবার) সকালে কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।
এসময় জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা ছিনতাইয়ে জড়িতের কথা স্বীকার করেছেন।
ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিক্সাটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি আরো জানান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :