কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফনদীর গোলাচর এলাকায় ৯ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যাওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। এ সময় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নাফনদীর গোলাচর নামক এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। নিখোঁজ শিশু সেন্টমার্টিন এলাকার সাদ্দামের মেয়ে।
নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন যাত্রী টেকনাফে ফিরছিলেন। নাফনদীর গোলাচর নামক এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এ সময় এক শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে বাকি ৮জনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’
এ বিষয়ে শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি স্পিডবোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে আমার স্পিডবোট নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :