নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের হযরত আলীর বাড়ি দখল ও ভাংচুর এর অভিযোগ উঠেছে।
১৪ই অক্টোবর,(মঙ্গলবার) সকালে হযরত আলীর ভাড়াটিয়া কে অস্ত্রের মুখে জিম্মি করে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করে,ভাড়াটিয়াকে বের করে বাড়ির প্রধান ফটকে তালা মেরে জোরপূর্বক বাড়ি দখল করে নেয়। বাড়ির ফলজ গাছ কেটে ক্ষয়ক্ষতি করে।ভুক্তভোগী হযরত আলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরবর্তীতে তরুণ দলের সভাপতি সঙ্ঘবদ্ধ হয়ে হযরত আলীর গরুর ঘর এবং পাকঘর দখলের চেষ্টা করেন, এবং ইটের বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেন।
এলাকায় কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী হযরত আলী ১৪ই অক্টোবর সোনারগাঁ থানা একটি অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ বারী কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগের বিষয়ে আমার জানা নেই।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :