ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(১৫ অক্টোবর) সকালে অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদে ভিওিতে অভিযান পরিচালনা করে জেলার পার্শ্ববর্তী নরসিংদী থেকে ডাকাতির করার জন্য নদীপথে ইঞ্জিন চালিত স্পিড বোর্ড নিয়ে ৬ জন ডাকাতকে আটক করা হয়। এরা হলেন, নরসিংদী জেলা সদরের মোঃ আরমান (৪২), কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০) এবং আবু সাঈদ (২৭)। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ২টি লম্বা দা উদ্ধার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ূন কবীর জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে।। একটি মামলা অস্ত্র আইনে অপরটি অন্য ধারায়। অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :