সারাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। মঙ্গলবার সকাল ১১টায় ফলাফল প্রকাশ করে ওয়েবসাইটে। ফলাফল প্রকাশের পরপরই আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩টি কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৩টি। আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ৪৮টি। এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০৫৩ জন। পাশ করেছে ১৯৮৩ জন। পাশের হার শতকরা ৯৬%. অন্যদিকে আলিম পরীক্ষার্থী ছিল ৩২৬ জন। পাশ করেছে ৩১২ জন। পাশের হার ৯৫%. এইদিকে শতভাগ পাশ করেছে চারটি কলেজ।
কলেজগুলো হলো- গোপালনগর আদর্শ কলেজ,সরকারি বঙ্গবন্ধু কলেজ,বড়ধুশিয়া আদর্শ কলেজ ও ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছে তিনটি মাদ্রাসা। সেগুলো হলো- শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা ও মহালক্ষীপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এই অভাবনীয় ফলাফলে খুশি উপজেলাবাসী। এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় প্রতিষ্ঠানগুলো। ফলাফল প্রকাশের পরপরই প্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :