AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশে সংবাদে নিউজ প্রকাশের পর প্রশাসন হাঁটার পথ বের করে দিল মুক্তিযোদ্ধা পরিবারকে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১০ পিএম, ১৫ অক্টোবর, ২০২৪
একুশে সংবাদে  নিউজ প্রকাশের পর প্রশাসন হাঁটার পথ বের করে দিল মুক্তিযোদ্ধা পরিবারকে

একুশে সংবাদ.কম অনলাইনে নিউজ প্রকাশের পর নজরে আসে প্রশাসনের। অবশেষে মুক্তিযোদ্ধা পরিবারকে হাঁটার পথ বের করে দিয়ে গৃহবন্দী থেকে মুক্ত করলেন পুলিশ।

পরিবারের অভিযোগ এখনো ঘরের জানালা খুলতে দেয়নি, গাছ কাটারও মামলাটি নেয়নি পুলিশ ও দখল থেকে সরে যায়নি  প্রভাবশালী মহল। এমন ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামোয়ী গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে ।

গ্রামবাসী জানিয়েছে শত্রুরাও  এভাবে আটকায় না, চাচা হয়ে  ওরা যেভাবে আটকিয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান এ প্রতিবেদককে জানান, আমরা নিউজ দেখার সাথে সাথে রাস্তা খুলে  দেয়ার ব্যবস্থা করেছি। আর গাছ কাটার অভিযোগ পেলে অবশ্যই মামলা নিব, জানালা বন্ধ করে দেওয়ার বিষয়টি আমার নলেজে নাই এমন হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর জমি দখলের বিষয়টি আমরা পারিনা দখল মুক্ত করতে এ বিষয়টি কোর্টের বিষয়। তারপরেও মীমাংসা করার চেষ্টা করব।

প্রসঙ্গ ভাঙ্গা উপজেলার এক মুক্তিযোদ্ধা পরিবারের পথ বন্ধ করে দিয়ে গৃহবন্দী করে রেখেছে আমির আলী মাতুব্বর গংরা সেই সুযোগে মুক্তিযোদ্ধা আজিজ খলিফার একটি ধরন্ত আমগাছ কেটে নিয়ে গেছে তার চাচা, এমন অভিযোগ করেন আজিজ খলিফা। চাচা, তার( আজিজ খলিফার) জানালা পযর্ন্ত বন্ধ করে দিয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

মুক্তিযোদ্ধা আজিজ খলিফা জানান, দেই মার ভিক্ষা নামকাওয়াস্তে কোনরকম একটু হাঁটার ব্যবস্থা করছে  অথচ আমার জায়গা আমাকে দেয় না এমন জুলুম সহ্য করা যায় না। চাচাতো ভাই আলমগীর খলিফা আমাদেরকে অনেক হুমকি ধামকি দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে, চাচাতো ভাইরা আমার জায়গা আমাকে বুঝিয়ে না দিয়ে জোর করে আমার সিমানা পেঁচিয়ে ইটের প্রাচীর নির্মাণ করেছে। এ নিয়ে আমি কোর্টে মামলাও করেছি। এখন তারা আমার জায়গা আমির আলীকে দিয়ে জোর করে দখল করান, চাচা আমার গাছ কেটে ফেলেছেন, আমার জানালা ঘেষিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন, জানালা খুলতে পারিনা, আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

অন্যদিকে চাচাতো ভাই আলমগীর খলিফা জানান,আমার জায়গার উপর আম গাছ ছিল সেই আম গাছ আমার বিল্ডিং করতে অসুবিধা হচ্ছে, তখন আজিজ খলিফাকে বারবার বলেও কাটাতে পারি নাই, পরে আমি স্থানীয় সাবেক মেম্বার ও অন্যান্য দের  সহায়তায় কেটে ফেলেছি।

এদিকে আমির আলি মাতুব্বর জানান, আজিজ খলিফার ভিতরে ১১ শতাংশ জমি আমি পাবো একারণেই বাঁশ দিয়ে ঘিরে রেখেছি। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!