বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণে ২০২৪-২০২৫ অর্থ বছরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছেন উপজেলা মৎস অফিস। (১৬ অক্টোবর) বুধবার পানগুছি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরার কাজে ব্যবহৃত ২ টি বেহেন্দী এবং ২ টি চরঘেরা জাল জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার এবং কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার তোফাজ্জেল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।মোরেলগঞ্জের পানগুছি নদীর জেলেদের নৌকা থেকে অবৈধ এসব জাল জব্দ করা হয়। এ সময়ে উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আবদুল্লাহ আল মুদ্দাচ্ছের সহ উপজেলা মৎস অফিসের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, জাতীয় সম্পদ ইলিশ সহ বিভিন্ন প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মোরেলগঞ্জের নদ-নদীতে ইলিশ প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :