সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির নাগরৌহা পাকা সড়কের ছোটো বাখুয়া ( মিল পাড়া ) এলাকায় পুকুরচালায় সড়ক ভেঙ্গে পড়ছে। স্থানীয় পুকুরের চালা হয়ে বয়ে যাওয়া পুরানো সড়কটির একাধিক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা ও জানা গেছে প্রায় পনেরো বছর আগে এলজিইডি থেকে উপজেলা সদরের সাথে যোগাযোগ পথ নাগরৌহা সড়কটি পাকাকরণ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এরপর দুবার সংস্কার করা হয়। সড়কটি পুকুরচালা হয়ে বয়ে গেলেও এতো বছর কোনো ভাঙ্গন হয়নি। অতি সস্প্রতি সড়কটির পুকুর চালায় একাধিক জায়গায় ভাঙ্গন দেখা দেয়। প্রায় পচিশ ফুট দীর্ঘ অংশে বেশী ভেঙ্গেছে। একটু বৃষ্টি হলে আরো ভাঙ্গছে। এলাকার অনেকেই জানান প্রথম দিকে সড়কের ভাঙ্গন অংশে ফাটল দেখা দেয় ।
এরপর বৃষ্টির পানি ঢুকে ভাঙ্গতে থাকে। এখন বৃষ্টি হলে আর ভারী যানবাহন ভাঙ্গন ঘেষে চললেই সড়কটি আরো ভাঙ্গছে বলে জানা গেছে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন আপাততঃ সড়কটির সেখানে ক্ষতি ও ভাঙ্গন ঠেকাতে বস্তায় মাটি ভরে বাধ ধরণের ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :