AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে টাস্কফোর্সের বাজার মনিটরিং ভ্রাম্যমান আদালতে জরিমানা


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৭:৫৫ পিএম, ১৭ অক্টোবর, ২০২৪
মাগুরার শ্রীপুরে টাস্কফোর্সের বাজার মনিটরিং   ভ্রাম্যমান আদালতে জরিমানা

মাগুরার শ্রীপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ও কাঁচামালের দাম ও সরবরাহ চেইন তদারকি করতে মাগুরার বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাস্কফোর্সের বিশেষ টিম শ্রীপুর উপজেলার প্রসিদ্ধ লাঙ্গলবাঁধ ও শ্রীপুর বাজারের কাঁচাবাজার, মজুতদার, অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান ও মনিটরিং করেন।

মনিটরিং টিম বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের যৌক্তিক মূল্যসহ উৎপাদন, পাইকার, মজুতদার ও ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য পার্থক্য মনিটরিং করেন। মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক ও মাগুরা জেলা বিশেষ টাস্কফোর্স  এর সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, শিক্ষার্থী সমন্বয়ক প্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্য বি এম নাসিম উজ্জামান, দৈনিক ইত্তফাকের শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু। 

অভিযানে পেঁয়াজ, ডিম ও কাচা বাজারের দাম নির্ধারণ ও মূল্য তালিকা না থাকাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন ও ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় এবং অবৈধ চায়না জাল বাজারজাত করার অপরাধে জরিমানা করা হয়। এছাড়াও জনসম্মুখে চায়না পুড়িয়ে ধ্বংশ করা হয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!